আমাদের দেশে নিরাপদ স্যানিটেশন অনুশীলন নিশ্চিত করার কেন্দ্রীয় ধারণাটিকে গ্লোবাল গোল ৬.২ এর সাথে সংযুক্ত করে প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রক কাঠামোটি তৈরি করা হয়েছে। এই বিভিন্ন প্রসঙ্গে এফএসএম পরিষেবাদি বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক ভূমিকা ও দায়বদ্ধতা রেখে- সিটি কর্পোরেশন, পৌরসভা, গ্রামীণ অঞ্চল এবং মেগা-সিটি ঢাকার জন্য আইআরএফ-এফএসএম পৃথকভাবে তৈরি করা হয়েছে।
Resource: National Documents
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার (এফএসএম) প্রাতিষ্ঠানিক এবং আইনী কাঠামোঃ পল্লী অঞ্চল
October, 2017
Category: National Documents