পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা অধিকাংশ মানুষের কাছে একটি নতুন বিষয়। বিভিন্ন পৌরসভার জনবল, দক্ষতা, জনসংখ্যা কিংবা আর্থ-সামাজিক অবস্থাও ভিন্ন। এ সমস্ত বিষয় বিবেচনায় স্ব-ব্যাখ্যামূলক এই সহায়িকাটি প্রণয়ন করা হয়েছে। পৌরসভায় জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই সহায়িকাটি একটি অনন্য উদাহরণ কেননা এটি দেশের ৩২৯টি পৌরসভার জন্যই প্রযোজ্য। তিন বছর মেয়াদি তিন স্তরের প্রচারণা, পৌরসভার নিজস্ব সামর্থ্য অনুযায়ী পরিবর্তনযোগ্য প্রচার কর্মসূচি, স্বতন্ত্র প্রচার কাজ সহ বিভিন্ন কর্মশালা, মতবিনিময়, র্যালি ও গণসংযোগ এর ব্যাপারে বিশদভাবে এতে বর্ণনা দেওয়া আছে। এর পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও এবং পয়ঃবর্জ্য বিষয়ক সংশ্লিষ্ট সংস্থাসমূহ জনসচেতনতা বৃদ্ধিতে তাদের নিজস্ব কার্যক্রমের জন্য এই সহায়িকাটির সাহায্য নিতে পারবেন।
Resource: IEC/BCC Materials
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক পরিকল্পনা ও প্রচারাভিযানের ডিজাইন ও কৌশল সংবলিত পৌরসভার সহায়িকা
Publisher(s): ITN-BUET
2020
Category: IEC/BCC Materials
Please follow and like us: