Resource:

Fecal Sludge Management in Municipalities Sustainability Concerns-Briefing Paper

Publisher(s): ITN-BUET

April, 2022

Category: IEC/BCC Materials

Tags: Briefing Paper

বাংলাদেশে স্যানিটেশন বিকল্পগুলির অন্যতম অন-সাইট স্যানিটেশনের ক্রমবর্ধমান চাহিদার কারণে পয়ঃবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন অনস্বীকার্য। আর পয়ঃবর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নির্ভর করে সমগ্র স্যানিটেশন সার্ভিস চেইনের উপর। এরই ধারাবাহিকতায় আইটিএন-বুয়েট ফরিদপুর, লক্ষ্মীপুর এবং সখিপুর পৌরসভায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা পরিষেবার সামগ্রিক কর্মক্ষমতা মূল্যায়নের জন্য ২০১৯ সালের ১৭ই ডিসেম্বর থেকে ২০২০ সালের ৩০শে নভেম্বর পর্যন্ত মাঠপর্যায়ে একটি গবেষণা কার্যক্রম সম্পন্ন করেছে; যেখানে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা পরিষেবার প্রযুক্তিগত, আর্থিক এবং প্রাতিষ্ঠানিক দিকগুলি-সহ পয়ঃবর্জ্য খালিকরণ, পরিশোধন প্রযুক্তি এবং পরিশোধনের শেষপর্যায়ে প্রাপ্ত পণ্যগুলির উৎপাদন এবং ব্যবহারের দিকটিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। গবেষণায় তিনটি পৌরসভার ৮১১ টি পরিবারের তথ্যজরিপ সম্পন্ন হয়েছে। পাশাপাশি পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার সাথে জড়িত সকল গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে প্রয়োজনীয় আলোচনা ও মতামতের ভিত্তিতে আগামীদিনে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাসংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে করণীয় এবং চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা হযেছে।

Please follow and like us:
fb-share-icon