Resource: ,

শহরাঞ্চলের পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষক সহায়িকা

Publisher(s): ITN-BUET

June, 2021

Category: Handbook / Guidebook, Training Manual

এই সহায়িকাটি “শহরাঞ্চলের পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ” কর্মসূচির মডিউলের অংশবিশেষ । এফএসএম সেক্টরে প্রশিক্ষণের কাজে জড়িত স্টেকহোল্ডাররা পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা (FSM) বাস্তবায়নকারীদের সক্ষমতা-বৃদ্ধির কাজে এই সহায়িকাটি ব্যবহার করতে পারেন । এই প্রশিক্ষণের উদ্দেশ্য হল, বাংলাদেশের পৌরসভাসমূহের প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দদের পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা এবং শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন (Citywide Inclusive Sanitation – CWIS) বা সিডব্লিউআইএস- এর পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি করা । পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক উন্নয়ন প্রকল্পগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই প্রশিক্ষণ মডিউল ব্যবহার করে পৌরসভাগুলোর জন্য বাস্তবমুখী এফএসএম কর্মপরিকল্পনা (একশান প্ল্যান) তৈরি করতে পারবে । এই সহায়িকাটি স্থানীয় সরকারি প্রতিষ্ঠান এবং শহর পর্যায়ের প্রকৌশলী এবং কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি একটি বিস্তৃত প্রশিক্ষণ মডিউল । আইটিএন-বুয়েট এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) ২০১৯-২০২০ সালে ১৬০ জনেরও অধিক কমকর্তাদের এফএসএম এবং সিডব্লিইআইএস বিষয়ক প্রশিক্ষণ প্রদানের জন্য এই প্রশিক্ষক সহায়িকাটি ব্যবহার করেছে । এই প্রশিক্ষক সহায়িকাটির অন্তর্ভুক্ত বিষয়সমূহ হলো:

১. প্রশিক্ষকের জন্য আবশ্যক বিষয়সমূহ
২. ধাপভিত্তিক পাঠ পরিকল্পনা
৩. প্রেজেন্টেশন স্লাইড এবং কার্যবিবরণী
৪. পৌরসভার জন্য এফএসএম একশান প্ল্যান তৈরির প্রক্রিয়া
৫. কেস স্টাডিসমূহ
৬. ওয়ার্কবুক

এই সহায়িকাটির উদ্দেশ্য হল, পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষককে প্রতিটি অধিবেশন পরিচালনা করতে সহায়তা করা । প্রশিক্ষণার্থীদের জটিল তথ্য দ্বারা ভারাক্রান্ত না করে শেখার কাজটি আনন্দদায়ক করার জন্য অধিবেশনগুলো অংশগ্রহণমূলক (Interactive) করে ডিজাইন করা হয়েছে । এই সহায়িকাটি প্রশিক্ষককে প্রশিক্ষণের পদ্ধতিটি বুঝতে এবং অধিবেশনগুলোকে চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ এফএসএম একশান প্ল্যান তৈরির সাথে সংযুক্ত করতে সহায়তা করবে । এটি ব্যবহারকারী-বান্ধব (user- friendly) এবং সহজবোধ্য নির্দেশনাবলি দ্বারা গঠিত । প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা তাদের শহরগুলোতে মূলধারার পয়বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে এবং নিজ নিজ শহরের জন্য এফএসএম একশান প্ল্যান তৈরিতে উৎসাহী হবে ।

আইটিএন-বুয়েট এই প্রশিক্ষণ মডিউলটি সেন্টার ফর এফোর্ডেবল ওয়াটার এন্ড স্যানিটেশন (CAWST)-কানাডা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET), ওয়াটারএইড বাংলাদেশ, ওয়াটার এন্ড স্যানিটেশন ফর আরবান পুউর (WSUP), এসএনভি নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন, প্র্যাকটিকাল এ্যাকশান, বাংলাদেশ পৌরসভা সমিতি (MAB), ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (VERC) এবং একশান ফর সাস্টেইনেবল এন্ড গ্রিন ডেভেলপমেন্ট (ASGD)-এর সহযোগিতায় তৈরি করেছে ।

Please follow and like us:
fb-share-icon