Resource: ,

শহরাঞ্চলের পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষক সহায়িকা

Publisher(s): ITN-BUET

June, 2021

Category: Handbook / Guidebook, Training Manual

বর্তমান বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একটি কনসেপ্ট, যা শহরভিত্তিক স্যানিটেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় এর সামগ্রিক এবং অন্তর্ভুক্তিমুলুক বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকে। সিডাব্লিউআইএস একটি বিশেষ ফোকাস হলো পয়োবর্জ্য ব্যবস্থাপনা বা এফএসএম, যার ভূমিকা এসডিজি লক্ষমাত্রা অর্জনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শহরাঞ্চলে প্রধানত প্রচলিত অন-সাইট স্যানিটেশন ব্যবস্থার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার এফএসএম-কে একটি কার্যকর সমাধান হিসেবে চিহ্নিত করেছে।

শহর পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এফ এস এম এবং সি ডাব্লিউ আই এস সম্পর্কে অবহিত করা এবং পয়োবর্জ্য ব্যবস্থাপনাকে সারা দেশের মূলধারায় প্রতিষ্ঠা করা এই প্রশিক্ষণ কোর্সের প্রধান লক্ষ্য।

এই প্রশিক্ষক সহায়কটি একটি লিংকড ডকুমেন্ট হিসেবে তৈরী করা হয়েছে যা সময়ের সাথে আরো সমৃদ্ধি হতে থাকবে।

Please follow and like us:
fb-share-icon