স্যানিটেশন কন্টেইনমেন্ট (সেপটিক ট্যাংক, সোক পিট ও পিট ল্যাট্রিন) ডিজাইন, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ম্যানুয়াল হচ্ছে একটি উপকরণ যা প্রশিক্ষণ পরিচালনাকারী ও প্রশিক্ষণার্থী উভয়ের জন্যই সহায়িকা হিসেবে কাজ করবে ।
স্যানিটেশন কন্টেইনমেন্ট (সেপটিক ট্যাংক, সোক পিট ও পিট ল্যাট্রিন) ডিজাইন, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ম্যানুয়াল প্রণয়নের উদ্দেশ্য হচ্ছে সেপটিক ট্যাংক, সোক পিট ও পিট ল্যাট্রিন ডিজাইন, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ- বিষয়ে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উভয়কেই সংশিষ্ট বিষয়ে সর্বশেষ তথ্য ও উপাত্ত দিয়ে সমৃদ্ধ করা এবং প্রশিক্ষক কিভাবে সেশন পরিচালনা করবেন সে বিষয়ে নির্দেশনা প্রদান করা ।
প্রশিক্ষণ পদ্ধতিঃ
-অংশগ্রহণমূলক প্রশিক্ষণ কৌশল অবলম্বন
-কর্ম পরিবেশের সাথে অধিকতর সংযোগ সাধন
-আনন্দদায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে প্রশিক্ষণ
-অভিজ্ঞতা ভিত্তিক শিখন